আর এইচ টেকবিডি https://alltrickhere24.blogspot.com/2020/09/blog-post.html

মানুষের ব্রেইনে সংযুক্ত করা হচ্ছে কম্পিউটার | নিউরালিংক এলোন মাস্ক |

Before/After Ad Space


(Image From: Google.Com)


বিজ্ঞান কি: দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। সকাল হতে সন্ধা পর্যন্ত বিজ্ঞান আমাদের সহায়তা করছে। যুগে যুগে মানুষ হয়ে উঠছে বিজ্ঞানের ওপর নির্ভরশীল ।এতে করে যেমন সুবিধা তেমন অসুবিধা ও।


নিউরালিংকের উপকারিতা: টেসলাস্পেসএক্স এর উদ্যোক্তা এলোন মাস্কের নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষের ব্রেইনে সংযুক্ত করা হচ্ছে কম্পিউটার। এর ফলে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ আরও বুদ্ধিমান হয়ে উঠবে। 


এলোন মাস্কের নতুন প্রকপ্লের নাম: এলোন মাস্ক তার এই নতুন প্রকপ্লের নাম দিয়েছেন নিউরালিংক


সোর্স: ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমের গেজেটস নাওয়ের মাধ্যমে জানা যায়, নিউরালিংক হলো এমন একটি প্রকপ্ল, যার মাধ্যমে মানুষের ব্রেইনে কম্পিউটার চিপ লাগিয়ে দেওয়া হবে। এতে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ব্রেইন আরো দ্রুত গতিতে করতে পারবে।


নিউরালিংকের প্রভাব:  এলোন মাস্ক একটি অনুষ্টানে জানায়, "আপনি চাইলেই আপনার মস্তিস্কে ডিভাইস স্থাপন করতে পারবেন এবং এটি স্থাপনের পরও সব কিছু স্বাভাবিক মনে হবে। এই ডিভাইস আপনার মস্তিস্ক ও মেরুদণ্ডের বেশ কিছু সমস্যা সমাধান করবে।"


নিউরালিংকের আকার:   মানুষের মস্তিস্কের চিপ আকারে হবে "দশমিক দুই চার (.২৪) ইন্ঞি।


নিউরালিংকের গবেষণা: এ পর্যন্ত পরিক্ষামূলক ভাবে তিনটি শুকরের মস্তিস্কে এ ধরনের চিপ স্থাপন করা হয়েছে। তবে মানুষের ব্রেইনে এখনও এর পরিক্ষা চালানো হয়নি। 


নিউরালিংকের খরচ: এলোন মাস্ক জানায় নিউরালিংক চিপ স্থাপনের খরচ সস্পর্কে বলেন, ' এটা খুব একটা ব্যয় বহুল হবে না।'


সূত্র: বিবিসি,গেজেটস নাউ & Sohag 360





Before/After Ad Space

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Comment About This Topic's.

Horizontal Ad Space

Notification